কেউ একজন নীরবে তোমাকে দেখে
————- রমিত আজাদ
যেমন নিঃশব্দে দাঁড়ানো অটল বিটপী তোমাকে দেখে,
তুমি গ্রাহ্য করোনা।
যেমন বুনো গুল্মের আড়ালে বর্ণিল প্রজাপতি তোমাকে দেখে,
তুমি আমলে নাওনা।
যেমন আনমনে তোমাকে দেখে নিঃশ্চুপ মোহিনী শালিক,
তুমি তো লক্ষ্যই করোনা।
আত্মম্ভরী তোমার স্বীকৃতি পায়না
বিটপী, শালিক কিংবা প্রজাপতির নিহারা!
পতঙ্গ পাখীদের সাথে আমার আর পার্থক্য কতটুকু বলো?
তবুও নিঃসরণ নিশ্চল হৃদয়ের স্রোতে,
শৈত্যে জমাট বাঁধা নিরুত্তাপ রক্তের নদী,
একটুকু উষ্ণতা চায়।
তাই কপোলে অগ্নিশিখা রঙ মেখে
আমি ঘুরে বেড়াই তোমারই আশেপাশে,
প্রতীক্ষা শুধু প্রত্যাশার নির্বাসা,
বাসনার বিলাসিতা মনীষায়,
অন্তত একবার যদি তোমাকে উদ্বিগ্ন করতে পারি!
তারিখ: ২৯শে এপ্রিল, ২০১৭
সময়: রাত ২ টা ৫ মিনিট ।
Someone observes you silently
———– Ramit Azad