কে যে আমার মনের মণি?
——————————- রমিত আজাদ
তোমরা সবাই জানতে চেলে,
কে যে আমার মনের মণি?
আমি বলি থাকনা সওয়াল,
নাইবা তাকে চিনি জানি!
তোমার মণি তোমার কাছে,
আমার মণি মোর।
মনে মনেই মণি মোদের,
স্বপ্ন, নিশা, ঘোর!
মণির সাথে মন বিনিময়,
কে করেনাই বলো?
বিনি টাকায় বিকিকিনি,
মণির সাথেই হলো।
মণি দিয়েই মণি মেলে,
মনেই মেলে মণি।
মনের বাগান মণিই সাজায়,
মণিই বাজায় ধ্বনি।
মনের ঘরে প্রতিধ্বনি,
রুপ ধাঁধানো মণি!
এত রুপের পান্না-পলা,
মনের দামেই কিনি।
প্রবাল বলো, কোরাল বলো,
কিংবা পদ্মরাগ।
পান্না কিবা পার্ল-ফিরোজা,
যেই মণিতেই থাক।
সব মণিতেই রুপের ঝলক,
মনের ঘরে ঝলকায়!
মণির শোভা মনের মাঝে
সব ঋতুতেই চমকায়!
রত্ন-শোভায় চিনি তাকে,
সেই যে মোদের হীরা-চুনী।
আমরা সবাই দিনের শেষে
মণির কাছেই থাকি ঋণী!
রচনাতারিখ: ১০ই ফেব্রুয়ারী, ২০২১ সাল
রচনাসময়: রাত ১২টা ২০ মিনিট (বাংলাদেশ)