অগ্নিসুরে বহ্নিরাগ
অগ্নিসুরে বহ্নিরাগ
———————– রমিত আজাদ
কান্নার জল অশ্রু নদী, রক্তধারা জলস্রোত,
তপস্যায় আর মন বসেনা, ধ্যান ভেঙ্গেছে জনস্রোত!
লাল কাঁকড়া শঙ্কিত সব, সরীসৃপের বীরত্বে,
মৃত্যুক্ষুধার তুমুল মিছিল, জীবন বাধা দাসত্বে!
খন্ডিত তাই মূল্যবোধ এক, ন্যায্যনামা ধুলিস্মাৎ,
অস্থিরতায় স্বপ্ন ভাঙ্গে, ক্ষোভের মূলে পক্ষপাত।
অগ্নিসুরে রক্ত জাগে, ক্ষুদ্ধ মনে বহ্নিরাগ,
রুদ্র ঝড়ে উৎপাটিত রোজনামচার মুক্তবাক!
অঙ্কুরে তাই পড়ছে ঝরে অসমাপ্ত স্বপ্নসাধ,
গণিত ত্রাসে অপ্রতিভ, বিদ্যাপিঠে শরীরপাত!
কান্না যবে বহ্নি হবে, রুখবে তবে মৃত্যুহার,
কৃষ্ণতিথির মহানিশার ক্রান্তি হবে বারংবার!
————————————————-
রচনাতারিখ: ৯ই অক্টোবর, ২০১৯ সাল
সময়: রাত ২টা ৪১ মিনিট
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0