অনুজীবের অভিক্রমণ নববর্ষ
অনুজীবের অভিক্রমণ নববর্ষ
————————————– রমিত আজাদ
এই বৈশাখ নকশীকাঁথায় সুতোর কাজ আর বুনবে না,
মেঘ গুর গুর ঢাক বাজালেও ঢুলির ঢোলে শুনবে না।
পান্তা ভাতে ইলিশ মেখে ভোজন রসিক হাসবে না,
লাল-সাদা রঙ শাড়ীর সাজে রূপ-ললনা আসবে না।
বৈশাখী সাজ মেলার ভীড়ে রত্না রতন খুঁজবে না,
আম ঝড়ানো ঝড়ের বায়ে মন ঝটিকা বুঝবে না।
জ্বলজ্বলে চাঁদ প্রদীপ জ্বেলেও পুষ্পবীথি জ্বালবে না।
মধ্যরাতের তারার মেলায় চৈতি তিথি নাচবে না।
রোদকে যদি সুধাও তুমি, “কেমন তোমার নতুন দিন?”
মনমরা রোদ বলবে তখন, ” দীপ্ত প্রাতে দুখ্ গহীন!”
এই শতকে এমন বোশেখ, ঝড়ের চেয়েও রুদ্র জীব!
অনুজীবের রুদ্ররোষে বন্দি ঘরে সব প্রদীপ!
রনাতারিখ: ১৩ই এপ্রিল, ২০২০ সাল
সময়: সন্ধ্যা ৮টা ৫৪ মিনিট
Attacked New Year
———————— Ramit Azad
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0