অন্যের প্রেমিকাকে
অন্যের প্রেমিকাকে
—————— রমিত আজাদ
অন্যের প্রেমিকাকে বিয়ে করে লাভ কি?
অপরের দীঘিজলে ঝাঁপ দিয়ে ভাব কি?
ঐ জলে মিশে আছে অপরের নিশ্বাস!
মানো আর না মানো, নাই করো বিশ্বাস!
বন্ধন খুলে নিয়ে গাঁটছড়া ঝলমল?
খাঁচাপোড়া পাখীটির আঁখি দুটি ছলছল!
ভাবছো কি জিতে গেছো কোন এক যুদ্ধে?
পুরোটাই পরাজয়, মন তার ক্রুদ্ধে!
তুমি যবে তাকে নিয়ে শয্যাতে নগ্ন,
সেই ক্ষণে সহচরী তাকে ভেবে মগ্ন!!!
দৃষ্টিতে যত রাখো চোখে চোখে শতবার,
মন তার ছুটে যায় তার পানে বারবার!
হয়তোবা সুর তুলে হও তুমি বেসামাল,
হাহাকারি মন তার কেটে দেয় সুরতাল!
যদি ভাবো স্মৃতি তার ক্রমে ক্রমে হবে ক্ষয়,
ভাবনাটা ভুল হলো, সবই তার অভিনয়!
যত তুমি জোর করো, যত করো বাসনা,
অপরের প্রেমিকা কি হবে কভু আপনা?
——————————————-
রচনা তারিখ: ১২ই জুলাই, ২০১৯ সাল
সময়: রাত ১টা ১৪ মিনিট
The other’s lover
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0