অপেক্ষা জবাবের
——————— রমিত আজাদ
:তোমার সাথে আমার কিছু কথা আছে।
: কি কথা?
: তেমন সিরিয়াস কিছু না।
: তাহলে?
: না মানে, আর এক অর্থে সিরিয়াসও।
: কি কথা বলো।
: আমি আমার লেখা পুরাতন ডায়েরীগুলো ঘাটছিলাম।
: রোজনামচা? যেখানে স্মৃতিরা ঘুমায়? তারপরে?
: অনেকগুলো বছর আগের লেখা।
: কি বলতে চাও, বলে ফেলো।
: সেখানে কিছু পুরাতন কবিতা খুঁজে পেলাম।
: কার লেখা?
: আমার লেখা।
: হ্যাঁ, মনে আছে তখনও তুমি টুকটাক কবিতা লিখতে।
: সেই কবিতাগুলোর কথাই বলছি।
: আমাকে কি বলতে চাও?
: আমার লেখা সেই সময়কার
সবগুলো কবিতাই ছিলো তোমাকে নিয়ে লেখা!
সহসা বোশেখের রুদ্র ঝড় বয়ে গেলো মেয়েটির শরীর-মন দিয়ে।
হঠাৎ এতগুলো বছর পরে সবকিছু মনে করতে চায় না সে!
আবার মনে করতে চায়ও। কি চায় সে নিজেও জানে না বোধহয়!
: আমাকে নিয়েই সবগুলো কবিতা লিখেছিলে?!
: হ্যাঁ।
: কি চাও এখন?
: আমি কবিতাগুলো প্রকাশ করতে চাই। তোমার আপত্তি আছে?
: কেন কাঁদাতে চাও বলো তো? রোজনামচা তো এক পালঙ্ক,
যেখানে স্মৃতিরা ঘুমায়! কবিতাগুলোকে ঘুমুতে দাও।
ঘুমন্তকে জাগাতে নেই!
: না। সমাধীতে শায়িত মৃতকে জাগাতে নেই।
পালঙ্কে শয়ান ঘুমন্তকে জাগানো যায়।
কি লিখেছিলাম তুমি কি জানতে চাও না?
নির্বাক মেয়েটির অধরে মৃদু স্পন্দন,
কিন্তু উন্মুখ স্বরতন্ত্রী এখনো নিষ্কম্প!!!
ছেলেটি অপেক্ষা করছে মেয়েটির জবাবের।
————————————————-
রচনাতারিখ: ৭ই নভেম্বর, ২০১৯ সাল
সময়: রাত ১টা ৪৫ মিনিট
Waiting For An Answer
————- Ramit Azad