অব্যক্ত মুগ্ধতা লগ্নে
—————- রমিত আজাদ
আমি তো জানতাম, তুমি আমায় ভালোবাসো।
আমি তো তোমার চোখে অশ্রু দেখেছি!
দেখেছি নিমিষে রক্তবর্ণ ধারণ করা
তোমার শুভ্র দুটি আঁখি নোনা জলে টলমল।
শুধু ভাণ করেছিলাম যে, কিছু দেখিনি, কিছুই বুঝিনি।
অনিয়মের ভালোবাসা উপেক্ষা করাই শ্রেয়!
গতকাল আবার দেখলাম তোমায়,
রক্তবর্ণ শাড়ীতে দুহিতার হাত ধরে তুমি।
বসন্তের বাগানে প্রস্ফুটিত যুগল প্রসূন।
আবারো ভাণ করলাম তোমাকে দেখিনি আমি।
তুমি এখন জায়া ও জননী।
নতুন রূপে তুমি অপরূপা।
তবুও তাকাবো না তোমার চোখে,
যদি ধরা পড়ে যায় আমার মুগ্ধতা!
অনিয়মের ভালোবাসা উপেক্ষা করাই শ্রেয়!
সুখী হও তুমি প্রিয়তমা, তোমার সুখই আমার সুখ!!!
—————————————————
তারিখ: ২৮শে মার্চ, ২০১৮
সময়: ভোর ৪টা ৩৫ মিনিট