অশ্রুসুধার বহ্নিজলে
অশ্রুসুধার বহ্নিজলে
——————————– রমিত আজাদ
আমি এখন ঘুমিয়ে যাবো, অশ্রুসুধার বহ্নিজলে;
কপট তাহার অভিমানে, মন জেগেছে নতুন ছলে!
দীপ জ্বালিয়ে আলোর মেলায় নব্য গাঁথার ভাবনায়,
কাব্য কথার জাল বুনে যাই, ছন্দ সুখের বন্যায়!
থাক না ধরার ছলাকলা, আমরা তো আর অসুর নই,
মন ছুঁয়ে মন গাঁথবে মালা, শিউলী বকুল মুখর রই!
নও পেয়ালার পুষ্পরসে, কোন শরাবী শুনবে ওজর?
দৃষ্টি যখন মদির হবে, কার পানে কে হানবে নজর?
দুই মুসাফির বৃত্ত ধরায়, পান্থশালায় ক্লান্ত পথিক,
মনস্তাপে শ্রান্ত তারা, পৃথ্বীতলেই প্রণয় রসিক।
শর্বরী তার তিমির-তলে, লক্ষ তারায় ঝলমলায়,
নির্ঝরি তার উছল স্রোতে, ফটিক জলে ছলছলায়!
সামনে পিছে সমালোচক তুলবে কথা রিক্ততায়,
উড়ো কথার ঝড়ো হাওয়ায় টলবো না তো নিঃস্বতায়।
তপ্তহিয়ার ঊর্মি দোলায়, দুলবে সাগর হৃদ্যতায়,
মান-অভিমান এই বেলা থাক, এসো হাসি শুদ্ধতায়!
রচনাতারিখ: ২৪শে মে, ২০২০ সাল
সময়: রাত ০৩টা ০১ মিনিট
In the Stream of Tears
————————— Ramit Azad