অষ্টাদশীর লাজুক কামুক হাসি
———– রমিত আজাদ
অষ্টাদশীর কষ্ট দেখি
ষষ্ঠ তিথির ভ্রষ্ট জলে।
ফানুস হয়ে, মানুষ ভাসে,
চন্দ্রাবতীর মিষ্ট ছলে।
অষ্টাদশীর গুপ্ত মনে
আর্ত রতির বহ্নি জ্বলে।
কামুক হয়ে, লাজুক হাসে,
প্রভাবতীর ওষ্ঠ কোলে।
অষ্টাদশীর গাত্র ভাজে
মুর্ত রঙ্গের অঙ্গ পলে,
সাগর হয়ে, নাগর আসে,
লজ্জাবতীর হৃদয় দোলে।
_________________________________
তারিখ: ১৫ই মার্চ, ২০১৭
সময়: ভোর ৩টা ১০ মিনিট