অসময়ে বৃষ্টি এলে?
————————— রমিত আজাদ
চোখ জুড়ে তার স্বপ্ন সুধা, হাত বাড়ালেই যায় মিলিয়ে!
এমন দিনে বৃষ্টি এলো, ঝরলো বারি, মন ভুলিয়ে।
বৃষ্টি এলো বন মাতিয়ে, জমকালো সাজ, মেঘলা আকাশ;
ঝরছে পাতা, আশান্বিতা, ঠান্ডা হাওয়ায় শীতের আভাস।
বৃষ্টি তুমি পথ ভেজালে, মন মাতালে, মৃত্তিকা গায় মিষ্টি সুবাস;
বৃষ্টি তোমার জলের ফোটায়, দৃষ্টি ছোটে; মত্ত হলো ঝড়ের বাতাস।
বৃষ্টি তোমার ছলাকলায়, হৃদয় দোলায়, মন ময়ূরী বানভাসী হয়;
ভাবটা এমন মেঘ কেঁদেছে বৃষ্টি হয়ে, ছুটছে নদী মেঘের ছায়ায়।
বর্ষা গেলো সেই কবে যে, এর পরে তো শরৎ গেলো;
হেমন্তের এই শুষ্ক দিনে, হঠাৎ করেই বৃষ্টি এলো!
কাশফুল আর ঘাসফুলেরা এমনতরো চায়নি যেন!
চোখ জুড়ে তাই জিজ্ঞাসা এক, এই অবেলায় বৃষ্টি কেন?
প্রতীক্ষা সে প্রতিজ্ঞাতে ছিলোই যেন নিখিল ভুবন,
পূবের পবন বন ছুঁয়েছে, সংকোচে তাই মন শিহরণ।
হোক না প্রকাশ অসময়ে, তাও তো তাহার আসা হলো,
বৃষ্টি তোমার আসার আশায়, থাকবো না তা হয়কি বলো?
রচনাতারিখ: ২১শে নভেম্বর, ২০২০ সাল
রচনাসময়: রাত ৩টা ১৬ মিনিট
When it rains untimely!
———————– Ramit Azad