আঁখিতে করুণ আকুতি!
—————– রমিত আজাদ
: রাত জেগে মোবাইলে কথা বলবে?
: বলবো।
: আমার কবিতা শুনবে?
: শুনবো।
: আমাকে গান শোনাবে?
: শোনাবো।
: আমার সাথে বেড়াতে যাবে?
: যাবো।
: কোথাও কফি খাবে?
: খাবো।
: আমার হাত ধরে হাটবে?
: হাটবো।
: আমার সাথে প্রেম করবে?
: না।
: কেন?
: প্রেম খুব কষ্ট দেয়!
দীর্ঘশ্বাস ফেললো ছেলেটি, মনে পড়ে পুরাতন কথা!
উন্মনা হয় মেয়েটি, মনে পড়ে পুরাতন কথা!
: ঠিক। প্রেম সত্যিই খুব কষ্ট দেয়!
: অনেক কষ্ট!
: থাক প্রেম করতে হবে না। যেমন আছে তেমনই থাক।
মেয়েটির আঁখিতে করুণ আকুতি!
ছেলেটির নয়নে আকুল বাসনা!
হয়তো নতুন করে প্রেম করতে চায় হৃদয়,
আর অতীতের হোচট খাওয়া বলে, “না না না!!!”
————————————————
রচনাতারিখ: ১৫ই অক্টোবর, ২০১৯
সময়: সকাল ১০টা ৪০ মিনিট