আঁখি কাঁদে বরষায়
————– রমিত আজাদ
সোনালী রূপালী চাঁদেরও জোছনা,
নদী ও সাগরে মিলন মোহনা,
যখনই ডাকি, উতলা পাখী,
তুমি কি শুনিবে মেলিয়া আঁখি?
রাত্রি ফুরিলো সরিয়ে কালো,
তুমি কি এসেছ ভোরেরো আলো?
কে দেবে নয়নে হৃদয় তুলিয়া?
কে নেবে আলেয়া দুহাত মেলিয়া?
যবে আঁখি কাঁদে ভরা বরষায়,
কে পথ চাহিছে, বড় ভরসায়!
তুমি কি তবে মোর ঠিকানা রচিবে?
পথ পানে চাহিয়া, বেদনা ঘুঁচিবে?
—————————————
রচনা তারিখ: ১৮ই জুলাই, ২০১৯ সাল
সময়: ২টা ৪১ মিনিট