আকাশপথে দূরালাপন
—————————- রমিত আজাদ
: আমি সারারাত ঘুমাতে পারছি না!
: আর সেইদিন আমারও সারারাত ঘুম হয়নি!
: কি বলো?
: শুধু সেইরাতই নয়, এরপর অনেকগুলি রাতই আমি নির্ঘুম কাটিয়েছি!
: (নিশ্চুপ বিস্ফোরিত নয়ন দুটি সজল, তৃষিত, আর্ত!)
: পথে নিরর্থক হাটতাম, যেন পুরো জীবনটাই অর্থহীন!
: এর মানে কি এই নয় যে, আমরা পরস্পরকে ভালোবাসি?
: তাই হবে হয়তো!
: এর পরেও মিলনে বাধা কোথায়? কেন তুমি বিচ্ছেদ চাও?
: বিচ্ছেদ তো সেদিনই হয়ে গিয়েছিলো!
: আমি তো অপেক্ষার কথা বলেছিলাম।
: তুমি বাস্তবতা বুঝতে পারোনি।
: আমি ভেবেছিলাম ……….
: তুমি ভুল বুঝেছিলে।
: জীবন এতো জটিল কেন?
: আমরা জীবনকে সরল করতে পারিনি তাই!
মেয়েটির কথা ভেবে ভেবে ছেলেটির সারারাত ঘুম হয় না।
ছেলেটির কথা ভেবে ভেবে মেয়েটির সারারাত ঘুম হয় না।
তারপরেও তারা মিলনের মালা পড়তে পারেনি।
এভাবে নির্ঘুম রাত পার করতে করতেই
এক সময় অপহৃত সুখ অমিমাংসিত বহ্নি-জীবনটা ফুরিয়ে যাবে!
দুটি জ্বলন্ত মোম প্রলয়শিখা পৃথিবীর দুইপ্রান্তে নিভে যাবে।
তারপরে নেমে আসবে চির আঁধারের মহাকাল নিস্তদ্ধতা!!!
————————————————-
রচনাতারিখ: ২০শে ডিসেম্বর, ২০১৯
সময়: রাত ০৩টা ৪৯ মিনিট