আখেরী কবিতাখানি!
আখেরী কবিতাখানি!
—————— রমিত আজাদ
অর্থহীন এই জীবন আঘাতে
অবিরত খুঁজি অজুহাত,
আত্মহননেই খুঁজে নেব মোর
পুলকের প্রতিঘাত!
ক্ষণে ক্ষণে যেথা বদলায় রঙ
আঙিনা, আকাশ, মানুষ!
অম্বরে তার মর্সিয়া-ক্রোধ
বিধিছে বাহারি ফানুস!
সাদাসিদা কবি প্রবল আবেগী,
মাধুকরী যাচি ক্লান্ত বিবাগী।
ধরাধামে তার নাই যে অন্ন!
পণ্য-মুদ্রা, মুদ্রা-পণ্য!
ধন্য ধন্য বিপণী অনন্য,
তেজারতি ঋষি পূজিত রাজন্য।
অযাচিত আজ সন্যাস!
কবির কবিতা ডুবিছে সায়রে,
মরিয়াছে অভিলাষ!
ফুলের বেসাতি কে করিবে আজ?
প্রণয়ীর গলে কে বাধিবে সাজ?
শূন্যগর্ভ রিক্ত ধরণী, ফুঁসিতেছে মহাত্রাস!
ব্যর্থ কবির ক্ষুদ্ধ হৃদয় ফেলিতেছে ঘনশ্বাস!
উন্মাদ হবো উত্তাল স্রোতে,
থেমে যাবে চলাচল!
আত্মহননেই খুঁজে নেব সুখ,
বুঝে নেবে মহাকাল!
জেনে নিও তবু মরিবার আগে,
রচিব একটি কাহিনী।
বিষপান যোগে লিখিব বিরহে,
প্রণয়ের মধু রাগিনী।
মৃতদেহ মোর রাখিয়া কোলেতে
জ্বালিয়া আতরদানী,
টলমল চোখে পড়িও আমার
আখেরী কবিতাখানি!
—————————————————
তারিখ: ২৯শে নভেম্বর, ২০১৮
সময়: রাত ১০টা ১৪ মিনিট