অনলাইন প্রকাশনা

আজো খুঁজে ফিরি
আজো খুঁজে ফিরি
—— রমিত আজাদ
আজো খুঁজে ফিরি, প্রসূনের সৌরভ তোমার দীঘল চুলে,
আজো খুঁজে ফিরি, রংধনু দুর্লভ তোমার হৃদয় কুলে।
আজো খুঁজে ফিরি, ঘুমভাঙ্গা ভোর, অনচ্ছ কুজ্ঝটিকায়,
আজো খুঁজে ফিরি, পাড়ভাঙ্গা স্রোত, অসহ্য ব্যকুলতায়।
আজো ভেসে যাই মাঝরাতে, পাশে রেখে নিষ্পাপ তাকে,
আজো উতলা রাতে দুঃস্বপ্নের ত্রাসে মোহিনী কুহকিনী ডাকে।
আজো জড়বুদ্ধি শীতার্ত রাত্রী কেড়ে নেয় উষ্ণতা মদীয়ের,
আজো ছায়াময় ভয়ার্ত নিশী লুটে নেয় নিদ বিবশের।
উত্তরের তুহীন শৈত্য প্রতিক্ষায় রহে প্রার্থীর গৃহ,
দক্ষিণের ষদুষ্ণ সমীর তিতিক্ষায় বহে আর্তির মোহ।
অতীত নেবেনা তুলে নিনরণী, যতটাই নির্বল হোক দেহ,
উপাগত লিখে যাবে বিবরণী, যতটাই নির্মম হোক দাহ।
তারিখ: ২০ ফেব্রুয়ারী, ২০১৭
সময় ভোর ৪টা ৩০ মিনিট
ঢাকা
I still search for you
———– Ramit Azad
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0