আজ সারাদিন বৃষ্টি হলো
—————————— রমিত আজাদ
আজ সারাদিন বৃষ্টি হলো টাপুর-টুপুর,
জানালা গলে চোখ দেখেছে মেঘলা দুপুর!
মেঘের পরে মেঘ জমে আজ ধুসর হলো দিন,
ফোটায় ফোটায় বৃষ্টি ঝরে জমিনে দেয় ঋণ!
ঋণের জলে জমিন ভেজে, অঙ্কুরেতে প্রাণ,
ক্ষেতের গায়ে সব ফসলে গাইলো খুশির গান!
কদম গাছে উঠলো ফুটে বর্ষা রাণীর ফুল,
বৃষ্টিস্নাত কদম শোভায় হাসলো খোপার চুল!
পুঞ্জছায়ায় পুষ্পধনু টিপ টিপ টিপ জল সুধা,
কুঞ্জবনে ফল্গুধারা রিম ঝিম ঝিম নীর ক্ষুধা।
নদীর ধারা ছুটছে আজি দ্বিগুন স্রোতে চায় মোহনা,
আকাশ জুড়ে মেঘ কাটেনি, তাই তো আজি নেই জোছনা!
বিজলি জ্বলে দীপ্তি ছড়ায়, চমকে ওঠে শার্শিতে।
সজলা সমীর বাদলা ঝরায়, মেঘ ঝলকায় আরশিতে,
ঝড় নেই তো, বৃষ্টি শুধু, বর্ষা ধারা অথৈ জলে এক পারাবার,
এমন দিনে উথাল-পাথাল হৃৎ পেতে চায় মন-অভিসার!
রচনাতারিখ: ২১শে জুলাই, ২০২০ সাল
রচনাসময়: সন্ধ্যা ০৭টা ৩১ মিনিট
The Rainy Day
———————- Ramit Azad