আত্মহনন হলোনা (I Could Not Commit a Suicide – Ramit Azad)
আত্মহনন হলোনা
———————– রমিত আজাদ
ভেবেছিলাম ওভাবেই প্রতিশোধ নেব!
আত্মহননের কতই তো পথ আছে!
দশতলার উপর থেকে লাফ দিয়ে পড়ে যাবো।
সাগরের অথৈ জলে ঝাঁপিয়ে পড়বো।
নদীর স্রোতে নিজেকে ভাসিয়ে দেব।
বটগাছে দড়ি ঝুলিয়েও আত্মহনন সম্ভব।
তারপর হয়তো অতৃপ্ত আত্মা হয়ে,
বটগাছেই রয়ে যাবো অনন্তকাল!
মাঝরাতে আমার দীর্ঘশ্বাস শুনে
শংকিত হবে চকিত নিঃসঙ্গ পথিক।
আমি খুব চাইতাম,
আমার এই আত্মহননের দৃশ্য যেন
সে স্বচোক্ষে দেখতে পায়!
সে যেন রাজস্বাক্ষী হয় ঐ স্বেচ্ছা মৃত্যুদন্ডের!
তারপর আদালতে সে কি বয়ান দিতো?
আদালত থাক,
তার নিজের মানসিক অবস্থা কি হতো!
আমি সেটাই চাইতাম,
ওর মনের অস্থিরতাই হতো
আমার প্রেমের প্রমাণ ও প্রতিশোধ!
সে আত্মহনন আর হলো না!
বটগাছেও থাকা হলো না প্রেতাত্মা হয়ে!
সাহসের অভাবে হতে পারে,
স্বার্থপর আত্মপ্রেমেও হতে পারে!
তবে প্রতিশোধস্পৃহা হারায়নি।
অন্য স্ট্রাটেজি নিলাম,
‘আমি চিরতরে দূরে সরে যাবো, তবু আমারে দেব না ভুলিতে!’
এই অন্তর্জাল ও আকাশ সংস্কৃতির যুগে,
আমার দ্বিতীয় সত্তা দিবানিশি তাকে তাড়িয়ে বেড়ায়।
তাকে ঘুমুতে দেয় না আমার কাব্য!
তাকে জেগে থাকতে দেয় না, ক্ষণে ক্ষণে ভেসে ওঠে আমার ছবি!
হয়তো প্রায়শঃই আমার গল্প শোনে তার নিকটতম প্রতিবেশিনীর কাছে!
আমি নেই, আমি আছি, হৃদয়ের কাছাকাছি।
তোমার কাছের মানুষেরা ঠিকই বুঝতে পারে,
কেন তুমি মাঝে মাঝে এমন উন্মনা হও!
রচনাতারিখ: ২৮শে সেপ্টেম্বর, ২০২১ সাল
রচনাসময়: বিকাল ০৪টা ৫২ মিনিট
I Could Not Commit Suicide
————————– Ramit Azad