আমাকে তো বোঝ?
আমাকে তো বোঝ?
————————- রমিত আজাদ
: আমার লেখা কবিতা পড়ো?
: জ্বীনা পড়িনা,
: কবিতা পছন্দ করোনা?
: জ্বী, আমি কবিতা খুবই পছন্দ করি।
আমি কবিতা পড়িও।
তবে কি …….!
:কি তবে?
:বাংলা কবিতা বুঝিনা।
:ও হ্যাঁ, তুমি তো ইংলিশ মিডিয়ামের ছাত্রী ছিলে!
:ঠিকআছে,
আমার লেখা কবিতা বোঝ না আর না বোঝ!
আমাকে তো বোঝ?
:জ্বী, তা বুঝি।
:তাহলেই হবে;
কবিতাটা উপলক্ষ মাত্র!
সপ্ত ঋষি ভীড় করেছে, আকাশ গাঙের স্রোতে;
কাব্য কথার ফুলঝুরি আজ ছিটবে নয়ন পাতে!
কাব্য যদি নাও বোঝে সে, নয়ন ঠিকই বোঝে,
সেই নয়নের জল গভীরে তাহার ছবিই আছে!
——————————————————-
রচনাতারিখ: ২৪শে জুন, ২০২০ সাল
সময়: বিকাল ০৪টা ০০ মিনিট
Do You Understand Me?
———————–Ramit Azad

(ছবি আকাশজাল থেকে নেয়া)
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0