আমাদের অপেক্ষা করতে হবে
——– রমিত আজাদ
যেমন অপেক্ষা করে প্রেমনিষ্ঠ প্রেমিকা,
প্রেমিকের চাকুরী হবে কবে,
তরপর তারা ঘর বাঁধবে সাধনার।
ততদিনে সে হয়তো বুড়িয়ে যাবে,
তারুণ্যের উচ্ছলতা আর থাকবে না,
শুকিয়ে যাবে রূপ লাবণ্য,
যেমন শুকায় ছেঁড়া গোলাপ সাধের ফুলদানীতে।
প্রেমিকেরও থাকবে না যৌনতার তেজ,
নিস্তেজ সৌরভহীন নির্মোহ রজনীতে
কি উত্তাপ দেবে সে, তার প্রিয়তমাকে?
তেমনি আমাদেরও অপেক্ষা করতে হবে।
————— পাওয়ার জন্য।
হয়তো ততদিনে আমরাও বুড়িয়ে যাবো
ঐ অভাগা প্রেমিকার মত।
আমরাও কাটাবো নিস্তেজ নির্মোহ রজনী,
অনন্ত নক্ষত্ররাজির নিচে, পাক্কা প্রবঞ্চনার
রিক্ত হেমন্তের শীতল ফক্কা জমিনে!
তারিখ: ৪ঠা জুন, ২০১৭
সময়: রাত ৯ টা ৫ মিনিট