আমি আসবো নিশ্চয়ই
—————– রমিত আজাদ
দিশেহারা বাতাসে দোল খাওয়া মাধবীলতার
তন্দ্রাহারা গোলাপী-সাদা পাঁপড়িগুলোর উপর
যখন উড়ে যায় ঝাঁকে ঝাঁকে জোনাকী পোকা,
বিন্দু বিন্দু আলোর দীপ নেচে নেচে মিলে যায়
আকাশের তারাদের সাথে, অলৌকিক কুহেলিকায়।
নক্ষত্রের আভা আর জোনাকীর প্রভা
মিলেমিশে একাকার হয়ে হয় সীমাহীন মিতালী।
বৃষ্টিসিক্ত যুথিকার তলে বসে পথকলি বালিকার
নিপুন হাতে গাঁথা তৃষিত বরষার নীপ-মালা,
সযত্নে তুলে দিতে চাই তোমার স্ফটিক কন্ঠে।
যেই তুমি বাতায়নে চেয়ে আছো দূরে একাকিনী,
নিষ্ফল দৃষ্টিতে শূন্যতা নিয়ে বিরহ ব্যথায় বিরহিনী।
চিরন্তনা স্বপ্ন-সঙ্গিনী,
তোমার উতলা প্রতীক্ষার অবসানে
আমি আসবো।
আমি আসবো আকাশের মেঘ সরিয়ে,
আমি আসবো তুফানের বেগ মাড়িয়ে।
আমি আসবো পাহাড়ের কাঠিন্য মন্থনে,
আমি আসবো পাথারের তরঙ্গ লঙ্ঘনে।
বিরহিনীর অভিমানি আঁখি-জল মুছে দিতে,
দীপ-নেভা সুদীর্ঘ প্রতীক্ষার পর,
আমি আসবো নিশ্চয়ই।
মনোরমা, তুমি কি অপেক্ষা করবে বাসনায়?
————————————————-
তারিখ: ১৫ই সেপ্টেম্বর, ২০১৮
সময়: ভোর ৪টা ৫৫ মিনিট