আমি যদি তুমি হতে, তুমি হতে আমি
আমি যদি তুমি হতে, তুমি হতে আমি
———————— রমিত আজাদ
আমি যদি তুমি হতে, তুমি হতে আমি,
কষ্ট কাহাকে বলে বুঝে নিতে জানি।
বুক ভরে আর কত দিয়ে যাবে বেদনা?
আঁখিজল লুকিয়োনা, চুপিচুপি কেঁদোনা।
আমাকে কাঁদাবে বলে এত তব আয়োজন!
নিজেকেও কাঁদিয়েছ, ছিলো তার প্রয়োজন?
হারজিত আছে জানি জীবনের খেলাতে,
জিতে চেয়ে হেরে গেলে এবারের মেলাতে!
প্রেম কোন খেলা নয়, নয় প্রতিযোগিতা,
অনুভূতি হেলা নয়, নেই উপযোগীতা।
ব্যাথা দিয়ে কি পেলে, সুখসুধা হারিয়ে?
পারো যদি দিও মোরে দিনগুলি ফিরিয়ে।
স্মৃতি শুধু বেদনাই, সুখ গেছে লুকিয়ে,
বানভাসা প্রেমনদী গেল কবে শুকিয়ে!
আমি যদি তুমি হতে, তুমি হতে আমি,
কষ্ট কাহাকে বলে বুঝে নিতে জানি।
—————————————————
রচনাকাল: ২৬শে এপ্রিল, ২০১৯
সময়: রাত ১টা ৪১ মিনিট
Who is the loser?
—————– Ramit Azad
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0