আমি হিংসে করবো না
—————- রমিত আজাদ
না, তোমার সুখ দেখে আমি হিংসে করবো না;
যদি নজর লেগে যায়!
যদি অমঙ্গল হয়!
আমি কি তোমার অমঙ্গল কামনা করতে পারি?
থাকোনা তুমি সুখী, তোমার ভূবনে,
উত্তুরে শরতের বর্ণিল রঙে রাঙানো
তোমার রঙিন পৃথিবীতে।
ডালপালা শোভিত বৃক্ষের ছায়া মমতায় তুমি থাকো,
আদিগন্ত তুষারশুভ্রতায় তুমি থাকো।
‘পিকচার লেক’-এর হ্রদের স্বচ্ছতায় তুমি থাকো।
মিসিসিপি-র স্নিগ্ধতায় তুমি থাকো।
মায়া সভ্যতার প্রাচীন পিরামিডের বিশালতায় তুমি থাকো।
বসন্ত বরণের উৎসবে তুমি থাকো।
পিঠা-পুলি পার্বণে তুমি থাকো।
মশার কামড়ের যন্ত্রণাবিহীন
বহুতল ভবন শোভিত অত্যাধুনিক নগরীতে তুমি থাকো।
এই সব কিছুর পাশাপাশি,
আমার হৃদয়েও তুমি থাকো।
জেনে রেখো,
এখানেই তোমার চিরস্থায়ী আবাস!
দূর থেকে শুধু তোমার সুখের ছবিগুলো দেখে যাবো।
না, আমি হিংসে করবো না;
একটুও হিংসে করবো না!
যদি নজর লেগে যায়!
যদি অমঙ্গল হয়!
আমি কি তোমার অমঙ্গল কামনা করতে পারি?
তোমার সুখই তো আমার সুখ!
—————————————————————-
রচনাতারিখ: ১২ই মার্চ, ২০২০ সাল
সময়: রাত ০৮টা ০১ মিনিট