আর জনমে, পর জনমে
আর জনমে, পর জনমে
———————————– রমিত আজাদ
এইতো তুমি আমার হলে, এইমাত্রই একটু আগে;
তাও কেন যে মনে হলো, তুমি আমার আপন ছিলে
হাজার বছর, লক্ষ যুগে!
আপন করে এই বাঁধলাম তোমায় আমি আমার বুকে,
তাও কেন যে মনে হলো, আমরা ছিলাম ক্রৌঞ্চ যুগল,
লক্ষ বছর উড়ছি সুখে!
জ্ঞান-বুদ্ধি সব বিলিয়ে চিত্তটাকে আজ হারালাম,
আবেগ নদীর ঢেউয়ের স্রোতে পাল তোলা নাও
আজ ভাসালাম।
অনুরাগের রঙ সিরাজী, গড়াই নদীর সোনার তরী।
প্রেমের দীঘির গভীর জলে ঠাঁই না পেয়ে ডুবেই মরি!
আলিঙ্গনে অন্য আবেশ, চোখ বুজে তাই মুখ লুকালে;
একটু আগেই মন বেধে তাই, এই বাহুতে মুখ ডুবালে।
তাও কেন আজ মনে হলো, তোমার আমার গল্পকথা,
আর জনমেও জ্যান্ত ছিলো, পর জনমেও হবে দেখা।
রচনাতারিখ: ২৫শে এপ্রিল, ২০২০ সাল
সময়: রাত ২টা ০৫ মিনিট
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0