ঈদের কবিতা
————————- রমিত আজাদ
মাহে রমজান সিয়াম হলো নিখিল ইহলোক,
মাস ফুরিয়ে আশমানে চাঁদ, খুশীরও ঝলক।
বলি ‘ঈদ মুবারক’, ‘ঈদ মুবারক’, ‘ঈদ মুবারক’!
বলি ‘ঈদ মুবারক’, ‘ঈদ মুবারক’, ‘ঈদ মুবারক’!
আজকে খুশীর ঢল নেমেছে, রোজাদারের ঘর,
এই বেলা বলো যে জোশে ‘আল্লাহু আকবর’!
ঈদগাহে পড়তে যে যাবে নামাজ দু’ রাকাত,
তার আগে ভুলোনা দিতে ফিতরা ও যাকাত।
মহামিলন ঢেউ তুলেছে দ্যুলোক ও ভূলোক,
বিশ্ব জুড়ে উঠলো ধ্বনি ‘ঈদ মুবারক’!
বলি ‘ঈদ মুবারক’, ‘ঈদ মুবারক’, ‘ঈদ মুবারক’!
বলি ‘ঈদ মুবারক’, ‘ঈদ মুবারক’, ‘ঈদ মুবারক’!
ঈদের চাঁদের এ কোন মায়া, এ কোন সম্মোহন?
বান্দারা আজ সব ভুলেছে দ্বন্দ্বী ও দুশমন।
ঈদগাহে আজ ঢল ফেলেছে নামাজীদের দল,
ইমাম মুর্শিদ বলেন তাকবীর শামিয়ানার তল।
রোজাদারের এই দুনিয়ায় দানের মেহেরবান,
সেহরি ইফতার ইবাদতে মোমিনের আহবান।
বেহশতী সাজ পথে পথে বান্দা খুশি আজ,
নিখিল জাহান পড়েছে আজ বেলোয়ারী তাজ!
ঈদের গাহে নামাজী ঢল, বাতাসে পয়গাম,
দোস্তি-দুশমন মহামিলন কাতারে আনজাম।
ধনি গরীব নাই ভেদাভেদ বুকে মিলাও বুক,
বলি ‘ঈদ মুবারক’, ‘ঈদ মুবারক’, ‘ঈদ মুবারক’!
সেমাই পায়েশ ছড়ায় সুবাস হাওয়াতে সৌরভ,
কোর্মা পোলাউ বিরিয়ানী পাকশালায় গৌরব!
ছেলে, বুড়ো, কোলের শিশু, সবাই নতুন সাজে,
খুশির ঢলে সবার বুকে ঈদের গানা বাজে।
মসজিদেরই মিনার থেকে নামাজের ডাক আসে,
অভ্র-জমিন সপ্ত আশমান আজান সুরে ভাসে!
মুয়াজ্জিনের মধুর সুরে দুলে ওঠে কাবা,
তামাম মাখলুক জোরসে বলে মারহাবা, মারহাবা!
মুসলিম জাহান মরুদ্যানে ইবাদত মাহফিল,
দুহাত তুলে দোয়া দরুদ, মোনাজাত শামিল।
বছর ঘুরে এলো আবার এলো ঈদেরও ঝলক,
বলি ‘ঈদ মুবারক’, ‘ঈদ মুবারক’, ‘ঈদ মুবারক’!
রচনাতারিখ: ২২শে মে, ২০২০ সাল (২৮শে রমজান, ১৪৪১ হিজরী)
রচনা সময়: রাত ০১টা ৪৫ মিনিট
Eid Poem
———————————— Ramit Azad