ঈদের নামাজ, ঈদ
——————————- রমিত আজাদ ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক ঈদ, হেলাল হাসে নীল আসমানে ভাঙলো তাহার নিদ। শেষ হলো আজ সিয়াম-রোজা, কালকে হবে ঈদ, সেই খুশীতে বান ডেকেছে, বেহেশতী উম্মিদ! যাকাত আদায় করে উম্মত ফিৎরা দিতে যায়, ফরজ-নফল আদায় করে মুমিন হতে চায়। কদম কদম মোস্তাকিমের অনুসরণ করে, মক্কা হতে মদিনাতে মনটা তাহার ওড়ে! ঈদগাহে আজ মুসল্লীদের বিশাল সমাবেশ! তাকবির ওঠে সব ছাপিয়ে, বেশ কাঁপিয়ে দেশ। বান্দা মোমিন তুলছে ধ্বনি লাখো হাজার বার, জোরসে বলো দ্বীনের জিগির ‘আল্লাহু আকবার’! ইমাম সাহেব খুৎবা পড়েন, শোনান শাহাদাত, কোরআন শরীফ মধুর সুরে করেন তেলওয়াত। ঈদের নামাজ সম্মোহনী, ঘোর লেগে যায় বুকে, হর নামাজী মন লাগিয়ে পড়ছে সূরা সুখে। তূড় পাহাড়ে, হেরার গুহায়, পৌঁছে গেছে বাণী, সিজদাতে যাই বলছে সবাই, এক আল্লাহ্কে মানি। আশমান যার, জমিনও তার, আমরা তাহার দাস, তাঁর ইশারায় মাখলুকাত-এর দ্বীন দুনিয়ায় বাস। নামাজ শেষে কোলাকুলি, মহামিলন আজ, ঈদগাহে আজ শান-শওকত, বাদশাহী তার সাজ! সাদা কালো নাই ভেদাভেদ বুকে মিলাও বুক, ধনী গরীব সবাই সমান, এটাই ঈদের সুখ। ——————————————————- রচনাতারিখ: ১০ই মে, ২০২১ সাল রচনাসময়: রাত ০২টা ২০ মিনিট Eid Prayer —————– Ramit Azad