ঈদের সাজে চন্দ্রাবতী
ঈদের সাজে চন্দ্রাবতী
———————– রমিত আজাদ
কেমন তোমার কানের এ দুল?
নকশা কাটা স্বর্ণালী ফুল!
রেশমী চুলে দুল ঢেকেছ,
অপর কানের ঝুমকো দোদুল!
কি আঁকা ঐ নকশা দুলে?
চন্দ্রিমাটি ফুলের কোলে?
তিনফোটা কোন অশ্রুজলে,
চাঁদ ডুবেছে গাঙের ঢলে!
সবচেয়ে যে বিশাল ফোটা,
তারই মাঝে হীরক রাখা।
এমনই এক নকশা কাটা,
বাহারী ঐ কানের দুলে!
হাতের পিঠে মেহেদী রঙ,
সেই হাতেরই পাঁচটি আঙুল,
অমন পেলব আঙুলগুলো
অঙ্গুরীতেই মানায় ভালো।
গায়ে ঈদের নতুন জামা,
মুক্তো দানায় কৃষ্ণ রঙা!
সরু অধর ডালিম রাঙা,
মুচকি হাসির হলফনামা।
চোখের কাজল অঞ্জনে মেঘ,
দৃষ্টি সুধায় জোৎস্না অনেক।
আর কপালে ছোট্টটি টিপ,
সাগর মাঝে কাঙ্খিত দ্বীপ।
স্নিগ্ধ আকাশ এই পৃথিবী,
মৃন্ময়ী সুখ চন্দ্রাবতী,
আজকে তোমার রূপ ফুটেছে,
সকল গাঙে বান ছুটেছে!
রচনাতারিখ: ৩রা আগস্ট, ২০২০ সাল
রচনাসময়: রাত ০১টা ১০ মিনিট
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0