উতলা সে কুন্তলারই
উতলা সে কুন্তলারই
—————————— রমিত আজাদ
এক কবিতায় কাব্য লেখা, দুই কবিতায় গল্প;
তিন কবিতায় দূর নীলিমায় রঙ লেগেছে অল্প।
মনের কোনেও রঙ লালিমা, বর্ণসুধায় কল্প,
মেঘ-বালিকার দৃষ্টিসুধায় বিহ্বলতা স্বল্প!
হিমের হাওয়ায় পত্রঝরায় অরণ্য আজ নগ্ন,
আকাশটা এই সাঁঝবেলাতে আলোর খেলায় মগ্ন।
মেঘ-বালিকাও খেলছে খেলা, পূর্ণ কিবা ভগ্ন।
ভগ্নহৃদয় পূর্ণতা পায়, মধুর ছোঁয়ায় লগ্ন।
রাতের ব্যাথাই মর্ত্যে নামে ভোরের শিশির হয়ে,
দিনের রোদে আবার শিশির উড়ছে আকাশ ছুঁয়ে।
ঐ শিশিরই বৃষ্টি হয়ে ঝরছে বিকেল বেলায়,
সকল ব্যাথাই চক্রাকারে মাতছে এমন খেলায়!
নয়ন জলের ঢল যদি তার গগন তলায় ক্ষিপ্র;
দ্বীপ্রহরে সেই প্লাবনের, আবেগ ধারাই তীব্র!
উতলা সে কুন্তলারই দুরন্ত বাণ বিদ্ধ;
সব হারালেও মনের কথার বিশুদ্ধতাই নিত্য।
রচনাতারিখ: ১৪ই জুন, ২০২২
রচনাতারিখ: দুপুর ০২টা ৫৭ মিনিট
She is Anxious
———————- Ramit Azad
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0