উন্মনা মন মণি
————– রমিত আজাদ
মণির মনে কি আছে আজ?
মন নিয়ে সে যায় কোথা?
চোখের কাজল বলছে কি তার?
আঁখির তারায় কি লেখা?
মন হারিয়ে মণি কি আজ,
মনের পথেই মন খোঁজে?
মনের দেখা পেলে তবে,
মনের সাথে মন বোঝে?
উন্মনা মন মণি কি আজ
ফটিক জলে ছলছলায়?
তুষার ঢাকা গিরি চূড়ায়
মনটা মণির ঝলমলায়?
সাগর তীরে শৈল-শিরে
ঐ নেমেছে আলোর ঢল,
পান্না হিরে মণি কি আজ,
ভোরের শিশির বিন্দু জল?
রচনাতারিখ: ০৯ই সেপ্টেম্বর, ২০২০ সাল
সময়: ভোর ০৫টা ২৭ মিনিট