উন্মাদ ঝড়
উন্মাদ ঝড়
—————— রমিত আজাদ
কাল রাতে খুব ঝড় হয়েছিলো!
পুরাকালীন বাংলোয় শুয়ে আমি শুনতে পেয়েছিলাম
উত্তাল ঝড়ের শোঁ শোঁ শব্দ,
আর অসহায় টিনের চালে
রিমঝিম বৃষ্টির সেতারের সুর!
একবার বারান্দায় বেরিয়েছিলাম,
দেখলাম উন্মাদী চৈতালী ঝড় আন্দোলন তুলেছে
বাগানের প্রতিটি বৃক্ষের আতংকিত কায়ায় কায়ায়!
পাখীরা কেন জানি নিস্তব্ধ হয়ে গিয়েছিলো!
সেই সাথে থেমেছিলো ঝিঁঝিঁ-দের ডাক।
আচ্ছা, ঝড় আসলে ওরা কি বাক-স্বাধীনতা হারায়?
আমিও নির্বাক ছিলাম কিছুটা সময়।
তারপর চিৎকার করে উঠলাম,
“ওরে, তোমরা সবাই জাগো। দেখো ঝড়েরও সৌন্দর্য্য আছে!”
গৃহস্থরা জেগে উঠলো অকস্মাৎ!
ধূপধাপ দৌড়ঝাঁপ শুরু হলো,
সৌন্দর্য্য নয়, ওরা কদর্যতা দেখে এই ঝড়ে!
কেউ টিন সামলায়, কেউ বা গাছ বাঁধে।
হাঁস-মুরগী, গবাদী পশুদেরও নিরাপদে রাখতে হবে।
গৃহস্থের এইটুকুই তো সম্পদ!
অসময়ী ঝড় কাউকে জানান দিয়ে আসে না!
তবুও তাৎক্ষণিক বুক চিতিয়ে দাঁড়ায় গ্রামবাসী।
ঝড়ের মোকাবেলা করতেই হবে!
রচনাতারিখ” ৩০শে মার্চ, ২০২১ সাল
রচনাসময়: দুপুর ২টা ৪৫ মিনিট