উড়াল দিয়া কৈ পলাইলি?
উড়াল দিয়া কৈ পলাইলি?
———————————– রমিত আজাদ
উড়াল দিয়া কৈ পলাইলি? বুঝলি রে কি সোনা চান?
আশ্রয় নিলি কোন দেশেতে, ছাইড়া জন্মের মাটি খান?
রোগের ভয়ে পলাইলি তুই, লুকাইস মাথা কোনখানে?
মরন থাকে যেইখানেতে, নাও লইয়া যায় সেইখানে!
মরণ যদি বিলাতে রয়, বিলাত দেশেই যাবি উইড়া,
যমের রাজা খুইজা লইবো সারা দুন্নোই ঘুইরা ঘুইরা!
দেহ ঘড়ি কলের ইঞ্জিন, দম থাকিলে বাঁইচা রই,
দম ফুরাইলেই ইঞ্জিন বন্ধ, তুমি-আমি কেহই নই!
রঙ মহলায় বাত্তি জ্বালাস, পরের টাকায় চমৎকার!
ভুইলা যাস তোর বাত্তির নিচেই ঘনাইয়াছে ঘোর আন্ধার।
আর কয়টাদিন আছে বাকি? দিনে দিনে বয়স কমে,
আমলনামায় হইছে লেখা, পাপ-পূণ্যের হিসাব জমে।
দুইদিনেরই এই দুনিয়ায় যতই খেলো চান্দির খেলা,
একদিন ঠিকই দম ফুরাইবো, ভাঙবো ভবের রঙ্গ মেলা!
সোনা-চান্দি কাম দিবো না, সাঙ্গ হইবো রসের খেল;
দাওয়াই ঔষধ ব্যর্থ হইবো, ডাক্তার-হেকিম হইবো ফেল!
রচনাতারিখ: ০২রা জুন, ২০২০ সাল
সময়: রাত ১টা ২৭ মিনিট
Where Did You Escape?
—————————————– Ramit Azad