এই কবিতা সেই কবিতায়
এই কবিতা সেই কবিতায়
———————————– রমিত আজাদ
এই কবিতা সেই কবিতায় তোমার রুপের বন্দনা!
তুমিই আমার মিষ্টি পাখি, তুমিই আমার চন্দনা।
গান লিখে যাই তোমার রুপে, ছন্দ যেথায় মন্দ না;
সেই গানেরই সুর সেধে যায়, বুলবুলি আর অঞ্জনা।
ফুল কাননে পথ হারিয়ে, ফুল্লপরী দিকহারা;
জল জমেছে প্রেমনদীতে, প্রেমতরণী মাতোয়ারা!
এই ঋতুতেই ভরা গাঙে টলটলে ঢেউ জলধারা;
নাগর দিলে মন ইশারা, মৌন পরী দেয় সাড়া!
প্রেমিক পথিক দেয় বুঝিয়ে, পথ দেখিয়ে পথভোলা;
ফুল্লপরী পথ খুঁজে পায় বনকুটিরে মনদোলা।
ঐ কুটিরে প্রেমিক যুগল মন অভিসার এই বেলা,
বাজুক মাদল মেঘলা বায়ে, সাধুক সুরের প্রেমখেলা।
আদর করে তোমায় ডাকি, চন্দ্রিকা আর অপ্সরা;
রামধনুতে মন-কপোতী, তুমিই কবির অন্তরা!
তোমার রুপে মন ভুলেছে প্রেমিক কবির হৃৎ-হরা!
তাই তো কবি কাব্য লিখি মনের সুখেই মন-ভরা!
রচনাতারিখ: ০৭ই মে ২০২২ সাল
রচনাসময়: সন্ধ্যা ০৫টা ৫৪ মিনিট
In This Poem, and in that Poem
—————————– Ramit Azad