এই নিকেতন আমার যে ঘর
এই নিকেতন আমার যে ঘর
———————————- রমিত আজাদ
খোল্ সিম সিম, খোল্ সিম সিম, ইমারতের দুয়ার খোল্,
এই নিকেতন আমার যে ঘর, আমার প্রিয় বাসস্থল!
দ্বার-দুয়ারের মন্ত্র আছে, আমার বুকের অন্তরে,
হৃদয় মাঝে আছড়ে পড়ে, মাতৃস্নেহের প্রান্তরে।
কান্না-হাসি, মধুর বাঁশি সুর ছড়াতো অহেতুক,
নিলয়শিশু আমরা ছিলাম দূর ভূবনের আগন্তুক।
তাও তো তোমার বুকের মাঝে বেঁধেছিলাম মোদের ঘর,
এখন তোমার যাবার বেলা, আঁখির নীড়ে উঠছে ঝড়!
————————————————————-
রচনাতারিখ: ১৩ই অক্টোবর, ২০১৯
সময়: রাত ৮টা ৩৪মিনিট
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0