এই শহরের গান
এই শহরের কোন এক বাড়ীর পাশে
কয়েক দশক আগে, কোন এক সন্ধ্যায়,
আমি হঠাৎ দাঁড়িয়ে পড়েছিলাম
নজরুল গীতির মধুর স্বর শুনে!
না কোন যন্ত্র থেকে উৎসারিত নয়!
হারমোনিয়াম বাজিয়ে তবলার তালে
গলা ছেড়ে গাইছিলো কেউ!
অনুভব করছিলাম,
আমার মতই চাঁদও নীরবে শুনছে তার গান!
হয়তো সুকন্ঠী পাখীরাও ভক্ত ছিলো সেই গানের!
আজ এই শহরে আর কোন গান শোনা যায় না!
এখন গানের চাইতে
ধাতব যন্ত্রের হর্ণই শোনা যায় বেশী!!!
————— রমিত আজাদ