একাকী তাহার তিথি
একাকী তাহার তিথি
————— রমিত আজাদ
জানি সে বিবাহিতা,
শুধু জানি না, কেমন আছে সে!
সে কি নয়ন জলে ভাসে ?
সে কি ব্যাথার হাসি হাসে?
সে কি কাঁপে হৃদয় ত্রাসে?
সে কি ফুরায় দীর্ঘশ্বাসে?
সে কি বিষাদিনী?
সে কি বিরহীনী?
সে কি মলিনিনী?
সে কি ভিখারিনী?
সে কি উদাস চোখে চায়?
সে কি স্মৃতির পানে ধায়?
সে কি ভীতির ভাবন ভাবে?
সে কি প্রীতির অভাব পাবে?
সে কি কেবলই রাত্রী জাগে?
সে কি ডুকরে কাঁদিয়া ওঠে?
চাঁদনী রাতে কোন সে হুতাশ রোদন?
নিঠুর জীবন হিয়ায় সৃজিছে বেদন!
একা নয়, তবু একাকী তাহার তিথি!
বিধুরা আঁধার মায়াহীন তব বীথি!!!
——————————————-
রচনাতারিখ: ১৩ই অক্টোবর, ২০১৯
সময়: রাত্রী ২টা ১৬মিনিট
Lonely Moonlit Nights
——————– Ramit Azad
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0