এখনও সেই সরলতা
এখনও সেই সরলতা
—- রমিত আজাদ
এখনও সেই সরলতা,
এখনও সেই মাধবীলতা,
এখনও সেই উদাসী রূপ,
এখনও সেই সুবাসী ধুপ,
কবে কোন জোৎস্নার আলো
লাজে হয়েছিলো কালো,
তোমার রূপের বানে
হেসেছিলো বন, ভেসেছিলো মন!!!
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0