এতগুলো প্রশ্নের ভার!
এতগুলো প্রশ্নের ভার!
—– রমিত আজাদ
তোমাকে আমার কিছু প্রশ্ন করার ছিলো,
অনেকদিন যাবৎ জমে থাকা একরাশ প্রশ্নের ভীড়
বনবাসী সন্যাসীদের কেশের মতন
জট পাকিয়ে আছে মনের নিভৃতে।
অলক্ষ্যে সৃষ্ট অসহনীয় ক্লিষ্ট কেশের জট!
সেই জট খোলা বড় প্রয়োজন।
হোক সে মেঘলা আকাশ
নয়তো নিঃশব্দে নেমে আসা
বৈশাখী দুপুর ঘেষে তপ্ত রৌদ্রের খরতাপ।
বুকের ভারটা নামিয়ে ফেলতে চাই।
ক্রীতদাসের বুকের উপর চাপিয়ে দেয়া ভারী পাষাণ
হঠকারী মণিবের মানবাধিকার উল্লঙ্ঘন!
তেমনি ভারী পাথর হয়ে চেপে আছে প্রশ্নগুলো আমার বুকে।
এক এক করে দুই, দুই দুই করে চার,
চার চার করে ষোল, তার সাথে যোগ হবে আরো
কিছু নিষ্করুণ কাঁকুরে বছর।
অনেকগুলো বছরই তো বইলাম এতগুলো প্রশ্নের ভার!
আমৃত্যু বইতে পারবো ভার এতটা শক্তি আমার নেই,
অনেক হয়েছে শক্তিক্ষয় আশঙ্কায়!
ইদানিং শঙ্কিত হই অশুভ সংকেতে,
আতঙ্কে তরঙ্গায়িত ঐ ভারই হয়তো
ত্বরান্বিত করবে আমার অকস্মাৎ অন্তর্ধান!
তারিখ: ১৮ই এপ্রিল, ২০১৭
সময়: রাত ২টা ৪০ মিনিট