এলেমেলো ছড়া
———– রমিত আজাদ
পাগলা নাচে পাগলী নাচে,
ভন্ড বাজায় ঢোল।
শেয়াল মামার নিদ ভেঙেছে,
পাল্টে নতুন ভোল।
আগুন যদি লাগে অত
সারা পাড়া জুড়ে,
সেই দহনে খাবো শত
মিষ্টি আলু পুড়ে।
ডুবলে ডুবুক মামুর তরী,
আমার নাকে তেল,
মামুর জানের মূল্য হেরি,
খেলবো নতুন খেল।
নিশুত রাইতে বান্দা হাজির,
বন্ধু কালাচান।
রতইন্যা কয় রাইত-বিরাতে,
আইসো জানেমান।
বাঘ দৌড়ায়, টাগ দৌড়ায়,
আরো দৌড়ায় নাগ,
পাগলা নদীর বাধ ভাইঙ্গাছে,
লাগ ভেলকি লাগ!
————————————–
তারিখ: ১২ই সেপ্টেম্বর, ২০১৮
সময়: রাত ১২টা ০২ মিনিট