এলোমেলো জলে উদ্বেল
এলোমেলো জলে উদ্বেল
————– রমিত আজাদ
এখানে এলোমেলো জলে উদ্বেল নদী,
বিলুপ্তপ্রায় লাবণ্যের আভায় প্রজ্জ্বলিত,
সন্ধ্যার অগ্নিরাগে জ্বলে ওঠা স্ফুলিঙ্গের ছন্দে,
আহ্লাদী সায়াহ্নের আনন্দ দোলায় বিটপির সারি।
কি কথা তাহার মনে ছড়িয়ে আঁচল?
রঙিন ভূষণে তব আসন্ন হেমন্তের ঘ্রাণ।
নির্জন একাকী সেতুটির সুপ্রাচীন কুটুম্বিতা,
আনচান নহলী শৈবলিনীর এপার ওপার।
চিম্বুকের সূর্যোদয় ছোঁয়া উপন্যাসের উপকথা,
লীলাময় লীলাবতির রুদ্ধপ্লাবন ইতিবৃত্ত,
হতে পারে একদিন কিংবদন্তী হবে অন্তিম প্রহরে।
তারপর অগ্নিরাগে ভস্মীভূত অসহায় নভশ্চর,
প্রতীক্ষিত বর্ষণের স্পর্শে জেগে উঠবে পুনর্বার।
তারিখ: ১৯শে অক্টোবর, ২০১৭
সময়: রাত ৩টা ১৮ মিনিট
The Brimming River
Ramit Azad
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0