এলোমেলো ফাল্গুন
এলোমেলো ফাল্গুন
—————– রমিত আজাদ
ফাল্গুনে নেমে আসে অকালীন বর্ষণ,
কোকিলের সুর ছেপে, মেঘেদের গর্জন!
উদাসীন হিম বায়ু নিদারুণ কনকন,
সারাদিন এলোমেলো নভস্বান্ শনশন!
বিল-ঝিল নিশ্চুপ গরমিল হাওয়াতে,
অরাজক জলবায়ু প্রকৃতির পাওয়াতে!
অকারণে তেতে ওঠে পাখিদের হাবভাব,
থেকেথেকে ক্ষেপে ওঠে পশুদের লাফঝাঁপ!
অনুরাগে রাগ নেই এত হিম বাতাসে,
মেঘরাজ তালহীন ধূপছায়া আকাশে!
প্রেমিকার হাত ধরে প্রেমিকেরা নিশ্চল,
ঋতুরাজ পালিয়েছে , শ্রাবণেরা উচ্ছল!
———————————————–
তারিখ: ১লা মার্চ, ২০১৯
সময়: রাত ২টা ১০ মিনিট
(গত কয়েকদিন যাবৎ ফাল্গুন মাসে অকাল বর্ষণ হচ্ছে, তাই এই কবিতা লেখা)
মন্তব্য করুন..
ডঃ রমিত আজাদ
0