অনলাইন প্রকাশনা

ওয়াদা
—মারুফ সরদার
ধর একদিন তোমার হাতটি আমার হাতেতে ধরে
নিঃশব্দ এক পথের শেষে বসেছি আপন করে
হেয়ালি মনের খেয়ালি চাওয়ার তিব্রতা বুঝে আমি
হাতখানা মোর বুকে চেপে ধরে বুঝেছি তা কত দামি
মনে হল যেন বুকেতে তোমায় শেকল পরিয়ে রাখি
দেখব আমি তোমাকেই শুধু মেললেই দুই আঁখি
নিশ্চুপ তুমি কথা বলনি চোখ ছিল টলমল
ভালবাসার এক উত্তাল স্রোতে ভাসছিল চোখে জল
প্রতিটি জলের ফোটায় দেখেছি না পাওয়ার বেদনায়
বলছিলে যেন কোনদিন তুমি হারিওনা অজানায়
দিয়েছিলাম কথা সেইদিন আমি তোমার মুখটি দেখে
হব না আমি অন্য কারো এই তোমাকে রেখে
লোকজন নেই পথের ধারেতে শুধু ছিল দুটি মন
দুটি হৃদয়য়ই বুঝেছিল শুধু হৃদয়য়ের আলোড়ন
এমনই সময় করেছিলে পন মৃত্যু যদিও আসে
শুধুই আমার থাকবেই তুমি অন্তিম নিঃশ্বাসে
দুজনের সেই কথা দেয়া নেয়া আজ যে শুধুই স্মৃতি
ভালবাসা বলে শেষ নেই কিছু আছে শুধু বিস্তৃতি
আয়নাল