ভোগে আনে যন্ত্রণা
ত্যাগে আনে মুক্তি,
আহামরি! শাকাহারী
গুরুর কী উক্তি!
সাদা চুল, সাদা দাড়ি,
ধুতি ফক্ ফক্ রে,
চুপি চুপি রাতে তিনি
যান মধুচক্রে।
ভোগে আনে যন্ত্রণা
ত্যাগে আনে মুক্তি,
আহামরি! শাকাহারী
গুরুর কী উক্তি!
সাদা চুল, সাদা দাড়ি,
ধুতি ফক্ ফক্ রে,
চুপি চুপি রাতে তিনি
যান মধুচক্রে।