Categories
অনলাইন প্রকাশনা

কথা দাও

কথা দাও
————- রমিত আজাদ

কথা দাও,
বৈশাখী, চৈতালী চাঁদ ছুঁয়ে,
শ্রাবনীর প্লাবনে
অবনীর রূপ ধুয়ে।

মানসীর লোচনে অশ্রুর সুর তুলে,
নয়নের অগোচরে অধরার প্রাণ খুলে,
ভুলবে না কখনোই,
ভুলবে না কভু ভুলে।

কথা দাও,
ভুলবে না,
আমাদের হাসি-গান, সুরতোলা বাঁশি,
বাধভাঙা কথাগুলো, ঢেউতোলা নিশি,
আমাদের গীতিমালা, বর্ণিল উষা,
নিদভাঙা মধুরাত, স্বপ্নিল তৃষা।

আমাদের খুনসুটি, আলাপন পরিপাটি,
আমাদের আঁখিজল, সাবলীল টলমল,
আমাদের পরিলেখ, রচিবার গৃহরেখ,
আমাদের কলরোল, দিনভর কোলাহল।

আমাদের মিতালি, সেতারের গীতালি,
আমাদের জলকেলি, বরিষের নদীপলি,
ভাসমান মেঘমালা, ধাবমান কথামালা,
অভিমান অবগতি, অবিরাম মধুস্মৃতি।

কথা দাও প্রিয়, কথা দাও,
থেমে যাক সব সুর,
মুছে যাক সব তিথি,
নিভে যাক সব ঘোরে,
ভুলিবে না তবু,
ভুলিবে না তুমি মোরে।
———————————————–

তারিখ: ১০ই অক্টোবর, ২০১৮
সময়: দুপুর ২টা ১১ মিনিট

মন্তব্য করুন..

By ডঃ রমিত আজাদ

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!
ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়।
সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.