কথা দাও
————- রমিত আজাদ
কথা দাও,
বৈশাখী, চৈতালী চাঁদ ছুঁয়ে,
শ্রাবনীর প্লাবনে
অবনীর রূপ ধুয়ে।
মানসীর লোচনে অশ্রুর সুর তুলে,
নয়নের অগোচরে অধরার প্রাণ খুলে,
ভুলবে না কখনোই,
ভুলবে না কভু ভুলে।
কথা দাও,
ভুলবে না,
আমাদের হাসি-গান, সুরতোলা বাঁশি,
বাধভাঙা কথাগুলো, ঢেউতোলা নিশি,
আমাদের গীতিমালা, বর্ণিল উষা,
নিদভাঙা মধুরাত, স্বপ্নিল তৃষা।
আমাদের খুনসুটি, আলাপন পরিপাটি,
আমাদের আঁখিজল, সাবলীল টলমল,
আমাদের পরিলেখ, রচিবার গৃহরেখ,
আমাদের কলরোল, দিনভর কোলাহল।
আমাদের মিতালি, সেতারের গীতালি,
আমাদের জলকেলি, বরিষের নদীপলি,
ভাসমান মেঘমালা, ধাবমান কথামালা,
অভিমান অবগতি, অবিরাম মধুস্মৃতি।
কথা দাও প্রিয়, কথা দাও,
থেমে যাক সব সুর,
মুছে যাক সব তিথি,
নিভে যাক সব ঘোরে,
ভুলিবে না তবু,
ভুলিবে না তুমি মোরে।
———————————————–
তারিখ: ১০ই অক্টোবর, ২০১৮
সময়: দুপুর ২টা ১১ মিনিট