রাতের সমস্ত চোখে ঘুম এলে
চুপি চুপি কবিতারা ঘরে ঢোকে
তছনছ করে দেয় আটপৌরে প্রেম
আর দেয়ালে খেয়ালে লেখে
মহাকাল ধারা—
তুমি পোড়ো – আমি পুড়ি –
ফুল হয়ে ওড়ে কবিতারা —
রাতের সমস্ত চোখে ঘুম এলে
চুপি চুপি কবিতারা ঘরে ঢোকে
তছনছ করে দেয় আটপৌরে প্রেম
আর দেয়ালে খেয়ালে লেখে
মহাকাল ধারা—
তুমি পোড়ো – আমি পুড়ি –
ফুল হয়ে ওড়ে কবিতারা —