অনলাইন প্রকাশনা

কবিতা □ মানবিকতা আজ নির্বাসনে
হায়েনার ছোবলে বিবেক কাঁদে
আজ নিশ্চুপ নিরালায়,
পাশবিক নির্যাতনে উল্লাসিত হয়
মানুষরূপী কিছু অমানুষের দল।
অসহায় শিশুর কান্না, বাচাঁর আকুতি
কিছুই পৌঁছায় না নরপশুদের কানে
মানবিকতা আজ চলে গেছে নির্বাসনে
তাই কেউ আজ এগিয়ে আসে না
আশার প্রদীপ হয়ে।
নোটন,রাজন ঝরে যায় অকালে
নির্মম, নিষ্ঠুর অমানবিক বর্ববতায়।
□ 25 july 2015
● উৎসর্গ – রাজন,নোটন
মন্তব্য করুন..
নিয়াজ উদ্দিন সুমন
0
Tags :