কবির প্রেমে পইড়ো না কেউ
———————————– রমিত আজাদ
কাব্য লিখি, রুবাই বানাই, পয়সা আমার নাই,
বৌ তো আমার কান্দে নিতি, হাঁড়িতে ভাত নাই!
“কোন সে মরার পদ্য লেখো? পাঠ করো ছাইপাশ?
পোলায় উপাস, মাইয়ায় উপাস কান্দে বারো মাস!”
“কোন যাদুতে তোমার প্রেমে খাইছি হাবুডুবু?
অভাব নামের নদীতে আজ ডুইবা মরি তবু!
তোমার কথার ছন্দ সুধায়, দেখছিলাম তো মধু!
এখন বুঝি ওসব কথায় বিষই ছিলো শুধু!”
সুন্দরী সেই বান্ধবী আজ কবির ঘরের বধু,
সব ছেড়ে সে ধরছিলো হাত, দেইখা চোখে ধুধু!
এখন তাহার ঘোর ভাঙিছে, অভাব তাড়নায়;
‘কার ঘরে সে শরণ নিলো, চক্ষু গেলো হায়!’
কবি এক ভয়াল ওঁঝা, টানে পিরিত পথে,
আসলে সে নিজের তালে, ছোটে ভাবের রথে!
কবিতা সব সস্তা কথা, ফাঁকা বুলির ফুলঝাড়া।
কবির প্রেমে পইড়ো না কেউ, বুইঝ্যো মাইয়ারা।
রচনাতারিখ: ১৯শে নভেম্বর, ২০২০ সাল
রচনাসময়: রাত ০৩টা ০১ মিনিট
Do Not Fall in Love of a Poet
———————————— Ramit Azad