কমলা রূপসী
————————- রমিত আজাদ
তুমি তো সেদিন কমলা রঙের পোষাকেই ছিলে, তাই না?
রঙ হিসাবে কমলা রঙ-টা আমার তেমন পছন্দ নয়।
কিন্তু কমলা রঙের পোষাকে
তোমাকে যে এত সুন্দর মানাবে তা ভাবতেই পারিনি!
কমলা রঙ প্রিন্টেড শাড়ী, একরঙা কমলা রঙ ব্লাউজ,
তার সাথে ম্যাচ করে কমলা রঙের ঠোট পালিশ,
পেলব ফর্সা কপালে একবিন্দু কমলা রঙ টিপ,
সবকিছু কেমন হুড়মুড় করে ছুটে দুলোচনে প্রবেশ করে,
মনের নয়নেও নেশা ধরিয়ে দিলো আমার!
আচ্ছা, একটু ভাবতে দাও,
কে সুন্দর? তুমি সুন্দর, নাকি কমলা রঙ সুন্দর?
তোমার রক্তকমল দু’কপোল তো আগেও ছিলো,
সেই সাথে ছিলো ডালিমরঙা চিবুক!
বেণি হোক কি এলোকেশ হোক,
সেই মেঘবরণ কুন্তলই তো!
সেই তো অমন শিশির ঝরা ঘন কাজল আঁখি,
আবেশ মাখা নয়ন-পাতায় কৃষ্ণ-তিথির রাতি।
সেই তো অমন হৃৎ জ্বালানো পূর্ণ শশীর ভাতি,
আবেগ তুলে মন দোলানো সব জনমের সাথী।
মায়াবীনীর কায়ার মায়ায় কমলা রঙ হাসে,
কায়া জুড়েই বর্ণছটায় ঢেউ কমলা ভাসে।
আজলা ভরে পান করাবে নারাঙ্গা রূপ সুধা?
তৃষার হৃদয় দেউলিয়া আজ, দৃষ্টি ভরা ক্ষুধা!
রচনাতারিখ: ১৫ আগস্ট, ২০২০ সাল
রচনাসময়: ভোর ০৪টা ২৭ মিনিট