আমি পালাবো
———————— রমিত আজাদ
আমি পালাবো,
আমি পালাবো আসন্ন নববর্ষের আগেই।
প্রেমিকের প্রতিক্ষা উপেক্ষা করেই পালাবো।
হয়তো প্রেমিক পুরুষও পালাবে আমার সাথে,
দূরে অনেক অনেক দূরে,
এতটাই দূরে
যেখানে পৌছাবে না বিষাক্ত নিশ্বাস
এই মূমুর্ষূ নগরীর!
সেই গিরিচূড়ায় আমরা ঘর বাধবো লতা-পাতার,
কাঠবিড়ালীরা খেলবে
আমাদের চালার বুনো মাধবীলতায়!
সকাল-সন্ধ্যা দেখবো বিক্ষিপ্ত রৌদ্রের খেলা,
মেঘেরাও বদলাবে রঙ, বাতাসের বাঁশরীর সুরে।
তির তির বইবে পাহাড়ী নদী, সর্পিল সৌন্দর্য্যে উদ্বেল!
অম্বরে উড়বে বিহঙ্গ, নিঃশঙ্ক ডানা মেলে।
উন্মুক্ত আকাশের দিকে তাকিয়ে বলবো
চাইনা করোনা,
ফিরিয়ে দাও অরণ্য!
—————– রমিত আজাদ
২৫শে মার্চ, ২০২০ সাল
সময়: রাত ১টা ৩৫ মিনিট
————————————————————
আতংকটা যাক ফুরিয়ে!
——————— রমিত আজাদ
দেখবো পাহাড়, দেখবো আকাশ,
মেঘের ভেলায় দুলবে বাতাস!
সাজেক কিবা নীলগিরিতে
বারান্দাতে ভুলবো হুতাশ!
রঙ মেখে রঙ সাজবে গগন,
বাগান জুড়ে ফুটবে রঙ্গন!
পাহাড়চূড়ায় উদাস রবো,
দূর নীলিমার খেচর হবো।
হাসনাহেনার গন্ধে ভেসে,
কাঠবেড়ালী ছুটবে ঘাসে।
ভরবে এ মন শিশির আঁশে!
চৈতি রাগের হৃৎ পিয়াসে।
ভয়ের কালে সবই দূরে,
গান বাজেনা কোনই সুরে!
যাক জরা যাক রোগ ঘুচিয়ে,
আতংকটা যাক ফুরিয়ে!
————–রমিত আজাদ
২৫শে মার্চ, ২০২০ সাল