করোনা কাব্য – ৩
প্রেম করোনা
———————– রমিত আজাদ
মা বলেছে করোনা, বা’ বলেছে করোনা,
প্রেম কিছুতেই করোনা!
প্রেম-টা শুধু লেখাজোকা,
প্রেমের নামে ছলনা!
আমি বলি মা, শোন কথা বা’
প্রেমের বয়স প্রেম না হলে
জীবন হবে খাঁ খাঁ!!
গ্লাভস-এর দাম দ্বিগুন হলো,
মাস্কের দাম কুড়ি!
‘করোনা’-র এই দুঃসময়ে
কোয়ারেন্টাইনে বুড়ি!
ঘরে বসেই কাটলে সময়,
কার নজরে পড়বো?
করোনা আজ ভীম দফাদার,
হতাশ গাঙে ডুববো!!!
দূরক্রিয়াতেই প্রেম-মমতা,
‘করোনা’-র এই বরষা!!!
ফেইসবুক এখন প্রেমের চিঠি,
ফেইসবুকই আজ ভরসা!
রচনাতারিখ: ১১ই এপ্রিল, ২০২০
সময়: বিকাল ৩টা ২৬ মিনিট