কলিকালের ভেলকিবাজি
কলিকালের ভেলকিবাজি
———————————- রমিত আজাদ
কোনটা প্রলাপ, কোনটা বিলাপ? কোনটা কথা? বলতে থাকো;
ঘাস-বিচালী বাঁশ দিয়া তাই, হইলো খাড়া কাষ্ঠসাঁকো!
ভেক ধরিয়া সেয়ান পাগোল বিল সেচিয়া মৎস্য নিলো।
ঠোঁট মিলাইয়া বোবায় তবু মঞ্চে গিয়া ভাষণ দিলো!
অন্ধব্যাটায় চশমা লাগায়, জন্ম কালায় ঘন্টি বাজায়,
লোকের ঘরে আগুন দিয়া, তালকানাটায় বাসর সাজায়।
বাইট্টারে কও চাঁন ধরিতে, বকেরে দাও থালায় ভাত,
কলশী ভরা তারি দিয়া, যাত্রাপালায় দেও দাওয়াত!
ঘরভাঙা এক পোড় কপালী, নও জোয়ানীর প্রেম শিখায়!
শিয়াল মামায় মুরগী নিয়া, প্রেমের ঘাটে নাও ভিড়ায়।
মূর্খ তাহার পাঠশালাতে পরীক্ষা নেয় অভিজ্ঞতার,
ঘাসের চাষের উদ্বোধনে আসর জমে লাখ জনতার!
ওলট-পালট মেঠো পথে মাতাল হাটে শীস দিয়া,
চিন্তা বিহীন ফুর্তি ওয়ালায় ডিগবাজী দেয় মদ পিয়া।
লাগ ভেলকি, লাগ ভেলকি, চোখের তারায় নেশার আগ!
এই গেরামের ভেলকিবাজি ভাল্লাগে না? যা তুই ভাগ!
রচনাতারিখ: ২১শে নভেম্বর, ২০২০ সাল
রচনাসময়: রাত ৪টা ২৩ মিনিট