কষ্টের মাঝরাতগুলো
—————- রমিত আজাদ
আমি সেই,
যে তোমাকে
এখনো খুঁজে বেড়াই নির্ঘুম মাঝরাতে
ফেইসবুকে, আকাশজালে!
অলৌকিক জোৎস্নায় ভাসা
হাজারো জোনাকীর ডাকে
গৃহত্যাগী সন্ন্যাসী হতে পারিনি গৃহের টানে।
শুধু মাঝে মাঝে তৃষ্ণা মেটাতে পড়ি
অন্তর্জালে ছড়ানো ছিটানো
তোমার কাশফুল স্পর্শ কবিতাগুলো।
এক একটি কবিতা যেন
তোমার এক একটি অদৃশ্য ছোঁয়া!
আমি সেই,
পুরনো রোজনামচার পাতা খুলে
যার হৃদয়ে এখনো ক্ষীণ আশা জাগে,
তোমার সাথে আরেকটিবার কথা বলার।
অন্ততপক্ষে এটুকু জানার জন্য,
‘তুমি কেমন আছো?’
স্বপ্নবিলাসী জীবনের
ছন্দরাগ ছিলো কাব্যময়তায়,
যেদিন তুমি ছিলে পাশে।
যেদিন আমার উন্মত্ত হাতে
লুকোচুরি খেলতো তোমার সলাজ হাত;
জীবনকে এতটুকুও অর্থহীন মনে হয়নি।
তোমার প্রিয়ফুল কেশে পেতাম
পাহাড়ী লিলির মাতাল মহুয়া গন্ধ!
অস্থির ঠোঁট চাইলে উষ্ণতা,
এগিয়ে দিতে পেলব অধর!
হেমন্ত, বসন্ত, শরতের সব রঙ ছড়িয়ে যেত
বৃষ্টিস্নাত নির্জনতার অলৌকিক অন্তরঙ্গতায়!
যদিও আজ উঠোনের ভরা রোদে খেলে
ধুলিমাখা গুটিকয় শিশু,
মেঝেতে শুকায় ধান।
সব্জীর ক্ষেতে হাসে সীমের বেগুনী ফুল,
মায়ের পাখার নীচে ওম নেয়
ডিম ফুঁটে বেড়নো দুদিনের মুরগীর ছানারা।
ভরা সংসারে ধরা দেয় অপার বিস্ময়!
তবুও কেন যেন মাঝে মাঝে ছুটে যায় মন!
আলমারীর গোপন কুঠুরীতে
এখনো তোমার চিঠি রাখা আছে!!!
————————————————–
তারিখ: ৩রা ফেব্রুয়ারী, ২০১৯
সময়: ভোর ৪টা ১০ মিনিট